ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
আদমদীঘিতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আদমদীঘিতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্য বাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বেলা সাড়ে বারোটা ঘটিকার সময় আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

আজ ১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা ঘটিকার সময় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির সম্মানিত সভাপতি ও আদমদীঘি উপজেলা আ'লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুস সালাম তালুকদার ও আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আলহাজ্ব মনজু আরা বেগম।

আদমদিঘী উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সুপারভাইজার জাহিদুল ইসলাম, পাশাপাশি অবস্থিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ মাঠের চারিদিকে শত-শত দর্শক উপস্থিত ছিলেন।

খেলার সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠের দুইদিকে স্কাউটদল ড্রাম বাজিয়ে তাদের প্রিয় শিক্ষকদের উৎসাহ প্রদান করে। টানটান উত্তেজনাপূর্ণ ৩০ মিনিট সময় কালের উক্ত প্রীতি ফুটবল খেলায় আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মাঝে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন