ডার্ক মোড
Sunday, 27 October 2024
ePaper   
Logo
আদমদীঘিতে ডাকাত দলের তিন সদস্য আটক

আদমদীঘিতে ডাকাত দলের তিন সদস্য আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে গতরাতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা।

গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার রাত সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে ইউনিয়নের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃ ডাকাত দলের তিন সদস্যকে ডাকাতি সরঞ্জামাদীসহ আটক করা হয়েছে। আজ দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯) বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামাণিকের ছেলে নয়ন ইসলাম (২৫) এবং বগুড়া জেলার সদর থানার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নূর আলম (২৪)

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গতকাল রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছে গোপনে এমন খবর পেয়ে উল্লেখিত স্থানে আমার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় নিতজনকে আটক করি। অজ্ঞাত আরো কয়েক পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে হাসুয়া, লাঠি, রশি এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতরাতে আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন