ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
আজমিরীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাবমারসিবল টিউবওয়েলের প্ল্যাটফর্ম ও স্ট্রাকচার নির্মাণে অনিয়ম

আজমিরীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাবমারসিবল টিউবওয়েলের প্ল্যাটফর্ম ও স্ট্রাকচার নির্মাণে অনিয়ম

দিলোয়ার হোসেন, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

আজমিরীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ও তাদের তথ্যমতে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলায় ৫ টি ইউনিয়নে সর্বমোট ১৩০ টি সাবমারসিবল টিউবওয়েলের স্ট্রাকচার ও প্লাটফর্ম নির্মানের জন্য প্রতি টিউবওয়েল এর জন্য দেড় লাখ টাকা করে প্রায় ২ কোটি টাকার কাজ পায় ঢাকাস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডাস নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।যথা সময়ে কাজ শুরু করে কাজ প্রায় শেষের দিকে গেলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজমিরীগঞ্জের গাফিলতির সুযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডাস ওয়ার্ক ওর্ডার, ডিজাইনে উল্লেখিতভাবে কাজ না করে নিজেদের মন মত কাজ করতে থাকে বলে ভুক্তভোগীরা আমাদের জানায়।

ভুক্তভোগীদের মৌখিক অভিযোগেও সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব থাকায় কোটি টাকার এই কাজে বিস্তর অনিয়ম করে কাজ প্রায় শেষের দিকে চলে আসে অতঃপর ভুক্তভোগী ও স্থানীয় কর্তা ব্যক্তিদের চাপে,ও নিজেদের ভাগ ভাটোয়ারা সংক্রান্ত ঝামেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজমিরীগঞ্জ সাবমারসিবল টিউবওয়েলের উপর তাদের মেকানিক দ্বারা অফিসিয়াল তদন্ত করে রিপোর্ট করে যা বর্তমানে আমাদের নিকট সংরক্ষিত আছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজমিরীগঞ্জের মেকানিক বীরেন্দ্র চন্দ্র দাসের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনটি ডিসেম্বর ২,২০২৪ এ উপসহকারী প্রকৌশলী আজমিরীগঞ্জ বরাবর প্রেরণ করা হয় সেই প্রতিবেদনেে উল্লেখিত কাজ,আমাদের নিজস্ব তদন্তে উঠে আসা অনিয়ম হুবহু মিলে যায়।জনস্বাস্থ্য প্রকোশলী অধিদপ্তরের মেকানিক বীরেন্দ্র চন্দ দাস প্রথম ধাপে ৫নং শিবপাশা ইউনিয়নের ৫ টি সহ বিসমিল্লাহ ট্রেডাস দ্বারা সম্পন্ন প্রায় সবকয়টি সাবমারসিবল টিউবওয়েলের কাজের তদন্ত রিপোর্টে উল্লেখ করেন কোটি টাকার এই কাজে অতি নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের প্রমান তিনি পান এবং ডিজাইন ও ইস্টিমেট অনুযায়ী স্ট্রাকচারে সলিং ৩ ইঞ্চি, সিসি ৩ইঞ্চি, ইটের গাথুনি ১৫ ইঞ্চি,মাটির উপরে ইটের গাথুনি ১০ইঞ্চি,গাথুনীর উচ্চতা ১০", আরসিসি স্লাব ৩ইঞ্চি,গোলাকার স্লাবের ব্যাস ৪ফুট আরসিসি ব্লকের উচ্চতা ৬" ও ভিট বালু দেয়ার নির্দেশনা থাকলেও বিসমিল্লাহ ট্রেডাস স্ট্রাকচারে সলিং, সিসি দেয় নাই, ইটের গাথুনি ৩ইঞ্চি ও মাটির উপরে ইটের গাথুনি দিয়েছে ৯.৫ ইঞ্চি,গাথুনীর উচ্চতা ৪ফুট", আরসিসি স্লাব ২ইঞ্চি,গোলাকার স্লাবের ব্যাস ৩ফুট ৪ ইঞ্চি, আরসিসি ব্লক না দিয়ে ও কোন রকম ভিট বালু ব্যবহার করার প্রয়োজনবোধ করে নাই স্ট্রাকচারের মতই প্লাটফর্ম ও অনান্য কাজেও ডিজাইন ইস্টিমেটের তোয়াক্কা না করে নিজেদের মন কাজ সম্পন্ন করে রেখেছে।বিসমিল্লাহ ট্রেডাসের এহেন কাজে সাবমারসিবল টিউবওয়েলের স্ট্রাকচার ও প্লাটফর্ম যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়া বা ভেঙ্গে পড়ায় সম্ভাবনা রয়েছে বলে কনস্ট্রাকশন সংক্রান্ত বিশেষজ্ঞদের সাথে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে।

সাবমারসিবল টিউবওয়েল ব্যবহারকারী অনেকেই ঠিকাদারকে কম সংশ্লিষ্ট কতৃপক্ষকে দোষারপ করেছেন আবার নির্মান শ্রমিকদের দাবী কতৃপক্ষ ও ঠিকাদার যোগসাজসে সরকরী কোটি টাকা নিজেদের পকেটে ডুকাতে নিম্নমানের কাজ করেছে।অন্যদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডাস উক্ত কাজ হ্যান্ডওভার করতে দৌড়ঝাপ শুরু করেছে। কোনভাবে হ্যান্ডওভার করে বিল উত্তোলন করতে পারলেই তারা চলে যাবে ধরা ছোয়ার বাইরে। অন্যদিকে আরেক পক্ষ দাবী করছে প্রথমে ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলেই নিম্মমানের কাজ করেছে বিল তৈরী করার সময় নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলাই এই দূর্নীতির বিষয়টি সামনে চলে আসছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজমিরীগঞ্জের অধীনে সব কাজ তদন্ত করলে আরো বড় বড় দূর্ণীতির প্রমান পাওয়া যাবে বলে অনেকেই নিশ্চিত করেছেন।

বিসমিল্লাহ ট্রেডাসের সত্ত্বাধিকারী আহনাফ আদিবকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন আমি ব্যস্ত পরে কথা বলছি,পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি কোন সাড়া দেননি।

রবিউল আলম,উপসহকারী প্রকৌশলী আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি তদন্ত রিপোর্ট পেয়েছি ঠিকাদারকে শোকজ চিঠি দেয়া হয়েছে ঠিকাদার এখনও উত্তর দেয়নি,হ্যান্ডওভার প্রসঙ্গে তিনি বলেন আমরা এখনও এই ধরনের কাগজপত্র রেডিই করেনি তাহলে হ্যান্ডওভার কিভাবে করবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রন্জন তালুকদারকে বিস্তারিত জানিয়ে তথ্য উপাত্ত দিলে তিনি দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন