ডার্ক মোড
Wednesday, 30 October 2024
ePaper   
Logo
আক্কেলপুরে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্ব, মালিকাধীন গাছ কাটার অভিযোগ

আক্কেলপুরে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্ব, মালিকাধীন গাছ কাটার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারি গ্রামে রাস্তার পাশে মালিকানাধীন জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করলে প্রতিপক্ষরা বাড়িঘরে হামলা ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। ভুক্তভোগিরা জানান, গ্রামের মানুষের জন্য চলাচলের জন্য ৬ফুট রাস্তা দেওয়া হলেও গ্রামের কয়েকজন দিগুন রাস্তার দাবি করে নিজস্ব মালিকানাধীন বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছেন। তবে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে বলছেন, তারা শুধু গ্রামের মানুষের চলাচলের জন্য সড়কটি বড় করার দাবি জানিয়েছেন, গাছ কে কেটেছে তা তারা জানেন। এদিকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারি গ্রামের জহুরুল আলম ও মজিবর রহমানের মালিকানাধীন জমির উপর দিয়ে চলাচলের জন্য ৬ ফিটের একটি সড়ক রয়েছে। তবে সেই গ্রামের কয়েকজন দাবি করে আসছে সেই সড়ক দিয়ে ধানের গাড়িসহ বড় ধরনের কোন যান চলাচল করতে পারেনা। এজন্য তারা ওই ৬ ফিটের সড়ক ১০ ফিট করার দাবি জানালে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে গত ৫ আগস্ট কয়েকজন সড়কের পাশের জহুরুল আলম ও মজিবর রহমানের মালিকানাধীন কয়েকটি গাছ রাতের আধারে কেটে ফেলে। এ ঘটনায় প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগিদের বাড়িতে হামলাসহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগি জহুরুল আলম বলেন, গ্রামের মানুষের চলাচলের জন্য আমার ৬০ শতাংশ জায়গায় ৫ ফিট, কোথাও ৬ থেকে ৭ ফিটের রাস্তা দিয়েছি। কিন্তু গ্রামের কয়েকজন প্রভাবশালী ১০ ফিট রাস্তা চায়। এটা তো আমার নিজস্ব মালিকানা জমি। আমি রাস্তা দিতে না চাওয়ায় রাতের আধারে আমার অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। কয়েকদিন আগে আমার বাড়িতে হামলাসহ প্রতিনিয়ত আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে।

মজিবর রহমান বলেন, মানুষের চলাচলের জন্য ৬ফিট রাস্তা দিয়েছি। কিন্তু তারা ১২ ফিট চায়। এ নিয়ে আমার বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে। আবার কয়েকদিন আগেও আমার বাড়িতে এসে হামলা করেছে, বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে চঞ্চল নামে একজন বলেন, এই রাস্তাটি ছোট হওয়ার জন্য আমরা অনেক কৃষক দীর্ঘদিন থেকে কষ্ট করে যাচ্ছি। কোন ফসল নিয়ে যাওয়া যায়না। ধান মাড়াইয়ের মেশিন নিয়ে আসা যায়না। এছাড়া অনেক সমস্যা হয়। এর আগে জহুরুলরা বেড়া দিয়ে এই রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমরা তখন কোর্টে মামলা করে রায় পেয়েছি। সেখানে সড়কের পাশের ছোট ছোট গাছ ও সিড়ি না রাখার জন্য বলা হয়। কিন্তু তারা কোন গাছ কাটেনি। সম্প্রতি সেই গাছগুলো কে বা কারা কেটেছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

দোলোয়ার হোসেন নামে একজন বলেন, এই রাস্তা দিয়ে কৃষকরা ফসল নিয়ে যেতে পারেনা। ধান মাড়াইয়ের একটা মেশিন নিয়ে আসা যায়না। এজন্য অনেক কষ্ট হয়। ২০২১ সালে সর্বপ্রথম এই রাস্তা নিয়ে বিবাদ হয় দু-পক্ষের মধ্যে। গত ৫ আগস্ট কে বা কারা রাস্তার পাশের কিছু গাছ কেটেছে। এ নিয়ে এখন আরও বেশি গন্ডগোল হচ্ছে। এখন গরীব মানুষদের উপর দোষ চাপাচ্ছে। কয়েকদিন আগে রাস্তার জায়গায় সিড়ি দিচ্ছিল সেটা কয়েকজন ভেঙে দিয়েছে। এছাড়া আর কিছু ঘটেনি। কেউ জহুরুল ও মজিবরের বাড়িতে হামলা করেনি বা ভাংচুরও করেনি।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, সড়কের জায়গাটি যেহেতু বাদীর সেজন্য জায়গাটি বড় করে চাওয়াটা অমুলক। এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন