ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
আওফি এর ফেলোশিপ পেলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মুজাহিদ

আওফি এর ফেলোশিপ পেলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ, নিরীক্ষণ, পরিচালন পদ্ধতি, নীতি ও শরীআ'হর মানদণ্ড প্রণয়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (আওফি)- এর ফেলোশিপ লাভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নাসির মু. মুজাহিদ।

এই অর্জনের ফলে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাহরাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটির ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হলেন।

আবু নাসির মু. মুজাহিদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)- এর ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। ব্যাংকে যোগদানের আগে তিনি ইংরেজি দৈনিক দি নিউ নেশন-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন