ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
অস্ট্রিয়ার মাঠে ফ্রান্সের হোঁচট

অস্ট্রিয়ার মাঠে ফ্রান্সের হোঁচট

ক্রীড়া ডেস্ক

উয়েফা নেশন্স লিগে গত ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করেছিল ফ্রান্স। ক্রোয়াটদের পর এবার অস্ট্রিয়ার মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রিয়ার বিপক্ষে হোঁচট খেলেন কিলিয়ান এমবাপ্পেরা।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল শুক্রবার রাতে নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা।

নিজেদের মাঠে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের লড়াইয়ে আন্দ্রেয়াস ভাইমানের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। সেখান থেকে গোল করে কোনো মতে দলকে ড্রয়ের স্বস্তি দেন এমবাপ্পে।

অবশ্য প্রতিপক্ষের মাঠে অনেকটা হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিল ফ্রান্স। ৮৩ মিনিটে এমবাপ্পের গোলে কোনোরকম মান বাঁচে অতিথিদের।

চলতি নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারে ফ্রান্স। এরপর ক্রোয়াটদের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে। এবার অস্ট্রিয়ার বিপক্ষেও ড্র দেখল বিশ্বচ্যাম্পিয়নরা।

বর্তমানে নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ফ্রান্স। দুই ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র দুই। এখনো একটি জয়ের দেখাও পায়নি ফরাসিরা।

দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। তাদের ও অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৪ করে। অস্ট্রিয়া আছে দুই নম্বরে। ক্রোয়াটরা আছে তিনে। তবে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ডেনমার্ক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন