Dark Mode
Friday, 18 July 2025
ePaper   
Logo
সরিষাবাড়ীতে পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ রোপন

সরিষাবাড়ীতে পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ রোপন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 
 
জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সাইফুর রহমান মামুন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐহিত্যবাহী পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন। 
 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পোগলদিঘা মহাবিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 
 
এসময় পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  
আজকের এই সংবর্ধনা তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। তোমাদের মধ্যে আমি আগামীর নেতৃত্ব দেখতে চাই। এই অর্জন হোক ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নিজেদের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো, এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটা একটি প্রমাণ, তোমরা পারো, এবং ভবিষ্যতেও পারবে। জীবনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে।
 
 
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!