Dark Mode
Thursday, 03 July 2025
ePaper   
Logo
শ্রীপুর বালিকা বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি মো. আসাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ল্যাব কক্ষে বই নিতে গেলে অভিযুক্ত দপ্তরি মো. আসাদ ওই শিক্ষার্থীর সঙ্গে অপ্রত্যাশিতভাবে আচরণ করেন। এতে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে এবং কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

শুধু এই ঘটনাই নয়, বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে—এমন আচরণের অভিযোগ অতীতেও এসেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খোলেনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা পারভীন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রীর পরিবার আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়।”

এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিভাবক মহল ও সচেতন নাগরিকরা বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার বিষয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!