
লালমনিরহাট জেলা জামায়াতের উদ্দ্যোগে জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে শহীদ আহত পঙ্গুত্ব বহনকারীদের স্মরণে দোয়া
মোঃ লাভলু শেখ, লালমনিরহাট
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০২৪- গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট শহর ও সদর উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই জুলাই-আগষ্ট/২৪ গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তাদের মাগফেরাত কামনায় দোয়া করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে লক্ষ্যকে সামনে রেখে জুলাই-আগস্ট/২৪ গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে তার চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মান করতে হবে। শহীদের প্রকৃত মর্যাদা দিতে হলে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবকে কাজে লাগাতে হবে।
জুলাই বিপ্লবের প্রকৃত সুফল গ্রামে-গঞ্জের প্রতিটি মানুষের কাছে পৌছাতে জামায়াতের সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
লালমনিরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লালমনিরহাট শহর আমীর মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,
লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আফিফুল্লাহ বেলাল, লালমনিরহাট-৩ (সদর) আসনের (সম্ভাব্য) সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা প্রভাষক হারুন অর রশীদ, লালমনিরহাট সদর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাহিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।