Dark Mode
Wednesday, 16 July 2025
ePaper   
Logo
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা-সুবিধা চালু করল মালয়েশিয়া

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা-সুবিধা চালু করল মালয়েশিয়া

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা-সুবিধা চালু করেছে মালয়েশিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব জানান তিনি।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো।

এখন এই মাল্টিপল এন্ট্রি ভিসা প্রবাসী কর্মীদের ভোগান্তি কমাবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশি কর্মীদের ভিসা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর ১০ জুলাই মাল্টিপল ভিসা-সুবিধা দিয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত মাসে মালয়েশিয়া সফরকালে তিনি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। অবশেষে ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা–সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের সই করা একটি পরিপত্র জারি করা হয়।’

আসিফ নজরুল আরও বলেন, যেসব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মাল্টিপল ভিসা নিজ থেকেই ইস্যু হয়ে যাবে।

পাশাপাশি এখন থেকে যেসব বাংলাদেশি কর্মীর সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা–যাওয়া করতে পারবেন। এ বিষয়ে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!