
বরিশালে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
বরিশাল ব্যুরো
রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশাল ও বেলা, এএলআরডি এবং বাপার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব নদী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নদী-সুরক্ষা উদ্যোগ বরিশাল রনজিত দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী বাপাউবো বরিশাল মোঃ খালেদ বিন অলীদ, পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যাপক জাহিদ হোসেন , বিভাগীয় সমন্বয়কারী বেলা বরিশাল লিঙ্কন বায়েন। বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদীসহ জেলার সকল নদীকে দখল ও দূষণমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়ক বেলা রফিকুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুধীজন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?