
পুলিশের ওপর হামলার নিন্দা জানাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১১ মার্চ বিকেল ৩টার দিকে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রার চেষ্টা করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের পথরোধ করলে তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে পুলিশকে আক্রমণ করেন।
হামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন পিপিএম গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটি জানিয়েছে, পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?