Dark Mode
Thursday, 18 September 2025
ePaper   
Logo
আন্তজার্তিক যুব দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক

আন্তজার্তিক যুব দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন পালন করেছে লক্ষ্মীপুর সনাক

 

আলমগীর হোসেন, লক্ষ্মীপুর

নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের আশা আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবসে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠত হয়।

এতে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফসের রফিকুল আহসান , সহ সভাপতি হুমায়ুন কবির, শিল্পা তালুকদার, সাবেক সনাক সভাপতি জেডএম ফারুকী, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, রাজীব হোসেন রাজু,
সুধীর চন্দ্র ঘোষ, রাশেদুল হাসান ক্লাষ্টার কো:অর্ডিনেটর চট্টগ্রামে বিভাগের জসিম উদ্দিন,লক্ষ্মীপুর এরিয়া কো: অর্ডিনেটর আবদুর রব সহ প্রমুখ।
এ সময় বক্তারা জানান, দেশে নতুন করে সাজাতে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিতে হবে।
এই অগ্রযাত্রায় দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। পাশাপাশি মাদক ও জঙ্গীবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন বলে সবাইকে সচেতন থাকতে হবে বলে আহবান জানান বক্তারা।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!