Dark Mode
Saturday, 02 August 2025
ePaper   
Logo
‘রাষ্ট্রপতির ক্ষমতা’ নিয়ে সংস্কার সংলাপ পুনরায় শুরু

‘রাষ্ট্রপতির ক্ষমতা’ নিয়ে সংস্কার সংলাপ পুনরায় শুরু

নিজ্বস প্রতিনিধি 

রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের ২২তম অধিবেশন শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি)।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৩০ জুলাই) বিকাল ২টা ৫৫ মিনিটে এনসিসির সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়।

প্রস্তাবিত সংস্কারের বিষয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরতে ত্রিশটি রাজনৈতিক দল আলোচনায় অংশ নিচ্ছে।

দ্বিতীয় দফার সংলাপের ২২তম অধিবেশনে রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতা, সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং নাগরিকদের মৌলিক অধিকারের সম্প্রসারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে আলোচনা হচ্ছে।

দ্বিতীয় দফার সংলাপের সময় ২০টি প্রধান সংস্কার বিষয়ের উপর আলোচনা শেষে ঐকমত্য কমিশন বৃহস্পতিবার (৩১ জুলাই) এর মধ্যে মূল সংস্কার প্রস্তাবগুলোতে একটি ঐক্যবদ্ধ অবস্থান চূড়ান্তের লক্ষ্য রয়েছে।

কমিশন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আগামী দুই বছরের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি সময়সীমাসহ সম্মত প্রস্তাবগুলোর সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গঠিত এই কমিশনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ঐকমত্য গঠনের দায়িত্ব দেওয়া হয়।

কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে প্রথম দফার আলোচনা করেছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!