ডার্ক মোড
Sunday, 29 September 2024
ePaper   
Logo
২৬ সেপ্টেম্বর সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী

২৬ সেপ্টেম্বর সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার কিংবদন্তি সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে অতুলনীয় কর্মনিষ্ঠা, দক্ষতা, প্রজ্ঞা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত এই ব্যক্তিত্বকে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বিবিসি খ্যাত এই সাংবাদিকের জন্ম ১৯৩৭ সালের ১৬ নভেম্বর। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৫৬ সালে সাপ্তাহিক সচিত্র সন্ধানীতে। কাজ করেছেন সংবাদ, আজাদ, পাকিস্তান অবজার্ভার, দি সান, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টাইমসে। ১৯৮২ থেকে ’৯৫ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন।

স্বৈরাচারী এরশাদের আমলে তাঁকে কারাবরণ করতে হয়। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন দু’বার। জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য আতাউস সামাদ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খ-কালীন শিক্ষকতা করেছেন। আজকের অনেক স্বনামধন্য সাংবাদিকের শিক্ষক ছিলেন। তাঁর প্রকাশিত বই ‘এ কালের বয়ান’।

আতাউস সামাদের স্মরণে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে এক স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। এতে সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং গণমাধ্যমে ব্যক্তিত্ববর্গ উপস্থিত থাকবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন