
১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্বে পরিবর্তন: সভাপতি মান্নান, সম্পাদক পনি
এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি
১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে আব্দুল মান্নান হাওলাদার সভাপতি এবং আবু হোসেন হাওলাদার (পনি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস.এম. ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
দ্বিতীয় অধিবেশনে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪২৬ ভোটারের মধ্যে ৪২৩ জন ভোট প্রদান করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সহ -সভাপতি নি্র্বাচিত হয়েছেনু এস.এম. ফরিদ উদ্দিন আহমেদ ।সাধারণ সম্পাদক:- আবু হোসেন হাওলাদার (পনি) ,শেখ রুস্তুম আলী , ঝংকার ফকির মৃধা ফখরুল ইসলাম ।সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন , মৃধা ফারুকুল ইসলাম), মো. তরিকুল ইসলাম মৃধা ,শেখ মোস্তাফিজুর রহমান জনি ,সুব্রত মজুমদার ।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
সম্মেলনে দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও রঙিন টি-শার্ট পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন সমর্থকরা।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দীর্ঘ ১৭ বছর পর এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন আমাদের দলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্র, বিভাগ ও জেলার শীর্ষ নেতৃবৃন্দ।