ডার্ক মোড
Saturday, 23 November 2024
ePaper   
Logo
১০ মাওবাদী বিদ্রোহীকে গুলি করে হত্যা

১০ মাওবাদী বিদ্রোহীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন মাওবাদী বিদ্রোহীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে , দীর্ঘদিন ধরে চলমান সশস্ত্র সংঘাতকে দমন করার প্রচেষ্টা আরও বাড়িয়েছে নয়াদিল্লি।

ভারতের রায়পুর থেকে এএফপি জানায়, নকশাল পরিচালিত আন্দোলনে কয়েক দশক ধরে চলা বিদ্রোহে ১০ সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে।

মাওবাদী বিদ্রোহীদের দাবি, ভারতের প্রত্যন্ত এবং সম্পদ-সমৃদ্ধ কেন্দ্রীয় অঞ্চলের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য তারা লড়াই করছে।

বিদ্রোহের কেন্দ্রস্থল ছত্তিশগড় রাজ্যের এক দুর্গম বনাঞ্চলে শুক্রবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের প্রধান বিবেকানন্দ সিনহা এএফপিকে জানান, এখন পর্যন্ত ১০ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের কাছ থেকে বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সরকারি তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে এ বছর ছত্তিশগড়ে ২০০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন