ডার্ক মোড
Wednesday, 02 April 2025
ePaper   
Logo
হরিণাকুন্ডুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরিণাকুন্ডুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

জ্বালানী তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশহিসেবে শনিবার হরিণাকুন্ডু উপজেলা শহরে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা, দেশের এই অস্থীতিশীল পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দায়ী করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন