
সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশাল ব্যুরো
ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদী তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজান মুন্সি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মিজানের পরিবারের সদস্যরা জানান, গতকাল (রবিবার) রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মিজান মুন্সি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। আজ (সোমবার) সকালে কলেজ খেয়াঘাট নদীর তীর তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’