ডার্ক মোড
Monday, 17 March 2025
ePaper   
Logo
সিরিয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম

সিরিয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে: রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় শনিবার একটি অবিস্ফোরিত গোলা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, এতে ১৪ আহত হয়েছে। একজন ভাঙ্গারির দোকানদার অবিস্ফোরিত একটি গোলা ভুলভাবে ব্যবহারের কারণে এটি ঘটেছে বলে জানা গেছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি এর আগে জানিয়েছিল যে লাতাকিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-রিমালের একটি হার্ডওয়্যার দোকানে বিস্ফোরণে আট জন নিহত হয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, চার তলা ভবনের ভেতরে অবস্থিত দোকানটিতে বিস্ফোরণে নিহতদের মধ্যে তিন শিশু এবং একজন মহিলা রয়েছেন এবং আরও চার শিশুসহ মোট ১৪ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এতে বলা হয়েছে যে, স্ক্র্যাপ ডিলার ধাতুটি উদ্ধারের চেষ্টায় একটি অবিস্ফোরিত গোলা ভুলভাবে ব্যবহার করায় বিস্ফোরণটি ঘটে।

শনিবার গভীর রাতে সানা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও বিস্ফোরণটিকে ’দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে, যা একজন বাসিন্দার অবিস্ফোরিত গোলা ভাঙার চেষ্টার ফলে ঘটে।

লাতাকিয়ার ৩২ বছর বয়সী বাসিন্দা ওয়ার্দ জামমৌল সংবাদ সংস্থা এএফপিকে জানান, তিনি এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে ধোঁয়া ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে, আহতদের চিৎকারে পরিবেশ আতঙ্কিত হয়ে ওঠে।

সানা প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করছে।

সংবাদ সংস্থার প্রকাশিত একটি ছবিতে জনবহুল এলাকার ওপর ধোঁয়ার বিশাল স্তূপ দেখা গেছে।

গত মাসে বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের এক প্রতিবেদনে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে অবশিষ্ট অবিস্ফোরিত অস্ত্রের বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

এতে বলা হয়েছে যে বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে যুদ্ধের সময় ব্যবহৃত প্রায় ১০ লাখ গোলাবারুদের মধ্যে ১ লাখ থেকে ৩ লাখ বিস্ফোরিত হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন