ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
সান্তাহারে জনশুমারি প্রশিক্ষণ সম্পন্ন

সান্তাহারে জনশুমারি প্রশিক্ষণ সম্পন্ন

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌরসভার অধিনস্ত নয়টি ওয়ার্ডে সারাদেশের ন্যায় জনশুমারি ও গৃহগণনার কাজে নিয়োজিত প্রশিক্ষাণার্থীদের প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্ত হয়।

বাংলাদেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে একই সাথে একই সময়ে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হবে আগামী পণেরো জুন থেকে শুরু করে একুশ জুন পর্যন্ত। জনশুমারির কাজে নিয়োজিত সারাদেশে গণনা কারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ সারাদেশে একই সাথে একই সময়ে গত ৯জুন থেকে শুরু আজ ১২জুন শেষ হয়।

আর তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার অধিনস্ত ৯টি ওয়ার্ড কে দুইটি পর্যায়ে বিভক্ত করে সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে ৪জুন থেকে ৭জুন পর্যন্ত ১নম্বর ওয়ার্ড থেকে ৪নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রশিক্ষণ সফল ভাবে শেষ হয়েছে। মাঝখানে একদিন বিশ্রামের পর গত ৯জুন থেকে শুরু করে আজ ১২জুন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ৫নম্বর ওয়ার্ড থেকে ৯নম্বর ওয়ার্ডের সকল সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদম দিঘী উপজেলা সমন্বয়কারী জনাব রাইজেল ইসলাম, উপজেলা জোনাল অফিসার জনাব সোহান পারভেজ এবং আইটি সুপারভাইজার জনাব শাহ প্রতিক্ষা হাসান। সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলা প্রশিক্ষণে দুবেলা নাস্তাসহ দুপুরের খাবারের সুব্যবস্থা ছিলো। উক্ত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার পর আজ ১২জুন বিকেল ৫ ঘটিকার সময় জনশুমারি ও গৃহগণনার কাজে ব্যবহৃত ট্যাবলেট, ম্যানুয়াল, প্যাড, কলম, মার্কার কলম, স্টিকার, ছাতা, ব্যাগ ও গায়ে পরিধান করার জন্য কটি প্রদান করা হয়।

প্রশিক্ষণ গ্রহণ প্রসঙ্গে সকল প্রশিক্ষণার্থীর পক্ষ থেকে সান্তাহার পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সুপারভাইজার জনাব তিথী রায় বলেন, বিগত ৪ দিন ধরে ৩জন প্রশিক্ষক স্যার অতিব যত্নের সাথে প্রাসঙ্গিক বিষয় গুলো নিয়ে বিশ্লেষণ করে চমৎকার ভাবে বুঝে দিয়েছেন। এজন্য আমরা স্যারদের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদমদিঘী উপজেলা সমন্বয়কারী জনাব রাইজেল ইসলাম বলেন, আগামী ১৫জুন থেকে শুরু করে ২১জুন পর্যন্ত এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে শুরু হওয়া ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার কাজ সারাদেশের ন্যায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় একযোগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জনশুমারির কাজ সফলভাবে সমাপ্ত করার জন্য অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য সকল প্রশিক্ষণার্থীর প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন