সাদুল্লাপুরে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
(১৫ নভেম্বর) বুধবার বিকেল ৫টায় প্রেসক্লাব সাদুল্লাপুর কার্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে ও ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি মোঃ মোজাহিদুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহারিয়া খাঁন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, প্রেসক্লাব সাদুল্লাপুর এর সাধারণ সম্পাদক মো: শাহীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব নাহিদ, সাংগঠনিক সম্পাদক ও সারাবাংলা সংবাদ এর সম্পাদক শেখ নাসির আহমেদ, সদস্য সাদুল্লাপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো: সাইদুর রহমান, প্রেসক্লাব সাদুল্লাপুর এর শিক্ষা ও গবেষণা সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ মো: শাকিল মিয়া, সদস্য মো: সাব্বির হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।