
সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২৫৬০ পিস ইয়াবাসহ এজাহার নামীয় এক পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়।
সোমবার (৮ আগস্ট ২০২২) গভীর রাতে জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে আসাদুল মোল্লা (৪০) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কওে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জেলার পাটকেলঘাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত হতে ২ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকের মামলা রয়েছে। যার নং ০৯, তারিখ: ২৫-০৬-২০২২ খ্রি:, ধারা: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারনির ১০(ক)/৪১। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় হস্তান্তর করত: আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৬ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভুমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।