ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
সাঘাটায় কৃষকদের জমিতে জলাবদ্ধতা দূরীকরণের প্রয়োজনীয়  কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মানব বন্ধন কর্মসূচী পালন

সাঘাটায় কৃষকদের জমিতে জলাবদ্ধতা দূরীকরণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মানব বন্ধন কর্মসূচী পালন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া, বুরুঙ্গী, চন্দনপাঠ, কচুয়া ও গাছাবাড়ী গ্রামের কৃষকদের জমিতে জলাবদ্ধতা দূরীকরণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ছোট বড় বিল কমিটির আয়োজনে  রবিবার উপজেলার বুরুঙ্গী রেললাইনের ধারে প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে নারীপুরুষ মিলে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
উক্ত মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান। তিনি তার বক্তব্যে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত বিলটি খননের দাবী জানান। উক্ত বিলটি খনন করা হলে প্রায় ২ হাজার কৃষকের জমির রবি শস্য ফলন করা সম্ভব হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, হাফিজার রহমান, শাজাহান আলী, জাহাঙ্গীর আলম আজাদ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন