ডার্ক মোড
Wednesday, 08 October 2025
ePaper   
Logo
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

 
 
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 
 
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে  বিচার নিশ্চিতে দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সোমবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি এম এ রউফ, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম ঠান্ডু, সোলায়মান বাবু, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শহিদুল্লাহ শহিদ ভিপি, মোস্তাক আহমেদ মনির, 
ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। 
 
এসময় দেশের যে ভাবে সাংবাদিক নির্যাতন ও নৃশংস ভাবে হত্যা হচ্ছে তাতে পুরো সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইনের ফাঁক ফুকরের কারণে নির্যাতিত ও হত্যার শিকার সাংবাদিকদের পরিবার সঠিক বিচার পাচ্ছে না যার ফলে দিন দিন সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। তাই সাংবাদিক দমনে কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন