
সরিষাবাড়ীতে বিপুল মাস্টারের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালিপাড়া রাস্তা সংস্কার
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাক্তি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়েছে৷ সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় মালিপাড়া-রঘুনাথপুর সড়কটি সংস্কার করা হয়।
মেরামত করা হয়। কিন্তু সম্প্রতি অতি বৃষ্টির কারনে
আবার যান চলাচলের অযোগ্য হয়ে যায়। মানুষের চলাচলের যাতে সমস্যা না হয় তাই নিজস্ব অর্থায়নে মালিপাড়া গ্রামের আলহাজ আব্দুল লতিফ চেয়ারম্যানের ছেলে রোবায়েত হোসেন বিপুল মাস্টারের ছেলের উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস, গণেশ মিয়া, সোহাগ মিয়া, আকাশ আহমেদ স্বপন, মনির সরকার, জামিল সরকার, বিজয় আহমেদ, রাহুল কবীর, সম্রাট, নিরব হাসান, নয়ন মিয়া, রাকিবসহ স্থানীয়রা।
এ বিষয়ে রোবায়েত হোসেন বিপুল মাস্টার বলেন,
রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কটি দিয়ে দুই উপজেলার যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। পরে বিষয়টি অটো ভ্যান চালকেরা এসে আমাকে জানায়। পরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের নির্দেশে ট্রাফে ট্রাক্টর দিয়ে ইটের রাবিশ এনে লোক দিয়ে রাস্তাটি সংস্কার করে দেই।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন