ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ফের বাড়ল

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য আরও দেড় মাস সময় বাড়িয়েছে সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

গত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল। তবে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। নতুন করে এ সময় আরও দেড় মাস বাড়ল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন