সজাগ থাকতে হবে যে কোন সময় হায়েনা আক্রমণ করতে পারে: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব ও লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সর্তক থাকতে হবে সজাগ থাকতে হবে।
যে কোন সময় হায়েনাদল আক্রমণ করতে পারে। তিনি বলেন, হাসিনা উৎখাত হওয়ার পর ভারত বসে নানান ভাবে ষড়ষন্ত্র করছে। তিনি চলে গেলেও তার সাঙ্গ-পাঙ্গরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে গড়তো চাই দেখতে চাই।
তিনি বলেন বিএনপি আন্দোলন করেছে দেশের জন্য জনগণের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির আন্দোলন পথ এক। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে থাকলে লক্ষ্যে পোঁছানো সম্ভব। ছাত্ররা আমাদের আলোর পথ দেখিয়েছে।
লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ২৪ নভেম্বর (রোববার) লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে মাস ব্যাপি তাঁত বস্ত্র ও দেশীয় শিল্প এবং পন্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাফুকে সহসভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, বিএনপির নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা সেচ্ছাসেব দলের সভাপতি মহসিন কবির স্বপন, আবদুর রব শামীম প্রমুখ।ৃ