ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
শ্রীপুরে মিফতাহুল জান্নাত মাদ্রাসায় শতভাগ পাস, মেধাবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

শ্রীপুরে মিফতাহুল জান্নাত মাদ্রাসায় শতভাগ পাস, মেধাবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়ায় অবস্থিত স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা এবারের শিক্ষাবর্ষে অসাধারণ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ফলাফল ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, শিক্ষকমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বলেন,"আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মাদ্রাসার লক্ষ্য শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাও আমাদের মূল উদ্দেশ্য।"

তিনি আরও বলেন, "শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি হতে হবে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজে আদর্শ নাগরিক হিসেবে ভূমিকা রাখুক।"

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি ইসহাক মাহমুদ কামালপুরী, মাহমুদুল হাসান চমকপুরী, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমেদ ফুলপুরী প্রমুখ।

অনুষ্ঠানের শেষ অংশে অভিভাবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার এই অসাধারণ সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন