ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
শেরপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে খুন

শেরপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে খুন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে মা ও মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ গাজী। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন শেফালীর স্বামী মনু মিয়া, ছেলে শাহাদাৎ হোসেন ও বাচ্চুনী বেগম নামে আরেক নারী। হত্যার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুন) রাতে বোরকা পরা একজন মনু মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় সে তার হাতে থাতা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। এরপর তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়। জামালপুর জেলার বকশীগঞ্জ হাসপাতালে নিলে মারা যান মনিরার মা শেফালী ও মাহমুদ।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও হামলাকারীকে শনাক্তে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন