ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
শেরপুরে উন্নয়নের সোপান ইসলামী সংঘের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভ্রান্ত ছাড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে উন্নয়নের সোপান ইসলামী সংঘের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভ্রান্ত ছাড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের সামাজিক সংগঠন উন্নয়নের সোপান ইসলামী সংঘের নেতৃবৃন্দদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ওই সংগঠনের কার্যালয়ে ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উন্নয়ন সোপান ইসলামী সংঘের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

তিনি বলেন সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দরিদ্র জনগোষ্ঠীদের সহযোগিতা ছাড়াও সকল প্রকার ধর্মীয় কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এই সংগঠনের পক্ষ থেকে এবছর ৮ম বারের মত তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা হিসেবে মাওলানা রফিকুল ইসলাম মাদানী উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি না থাকায় ধর্ম সভাটি অন্যা আলেম দিয়ে করা হয়। এদিকে আয়োজিত ধর্ম সভার জন্য চাঁদা উত্তোলন বিষয়কে নিয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দদের নামে ওই এলাকার কতিপয় দুস্কৃতিকারী ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন মনগড়া পোস্ট দিয়ে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উন্নয়নের সোপান ইসলামী সংঘের নেতৃবৃন্দরা। পরিশেষে তারা ওই দুস্কৃতিকারীদের এমন ঘৃণিত কাজের নিন্দা ও তাদের প্রতি ধিক্কার প্রকাশ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উন্নয়নের সোপান ইসলামী সংঘের উপদেষ্টা আঃ রশিদ, আবু হেলাল, সুলতান মাহমুদ, জুলহাস উদ্দিন, আইয়ুব আলী, লাল মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ সাধারণ সম্পাদক বেলাল, সদস্য আঃ জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন