
লক্ষ্মীপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে ভিকমিট কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, ভুক্তভোগী ওই বৃদ্ধা বাড়িতে তার ছেলের বউ নিয়ে থাকেন। গভীর রাতে বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার পথে মুখোশ পরিহিত প্রতিবেশী কবির হোসেন তাকে জোর পূর্বক ধর্ষণ করে। সকালে ঘটনাটি জানাজানি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রাতে প্রতিবেশী কবির হোসেন বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন