ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
রায়পুরে সরকারি হাসপাতালে আগুন

রায়পুরে সরকারি হাসপাতালে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

এসময় রোগীরা আগুন-আগুন বলে ছুটাছুটি করলে তা দ্রুত সুইস বন্ধ করে দেয়া হয়। তবে কোন ক্ষতি বা হতাহত হয়নি।

এর আগে ২০২১ সালের ৬ আগষ্ট রাত সাড়ে ১০টায় অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই হাসপাতালে আগুন ধরে। সেগুলোর মধ্যে ১টি সিলিন্ডারের মুখ খোলার সময় বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

এসময় বাকি ৭টিতেও গ্যাস অটোমেটিক চলে যায়। এ সময় আতঙ্কে করোনা রোগীরা ছুটাছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কোনো রোগী হতাহত হয়নি। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, অল্পের জন্য আল্লাহ আমাদের রক্ষা করেছেন। দ্রুত মেইন সুইজ বন্ধ না করলে সিলিন্ডার বিষ্ফোরন সহ বড় ধরনে ক্ষতি হয়ে যেত। আরো একবার সিলিন্ডার বিষ্ফোরন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন