ডার্ক মোড
Sunday, 24 November 2024
ePaper   
Logo
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়নি সার্চ কমিটির

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়নি সার্চ কমিটির

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনের দায়িত্বে থাকা সার্চ কমিটির বৈঠক হয়নি। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন, ২০২২’-এর ধারা ৩ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে গত ২৯ অক্টোবর এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিটির সভাপতি।

কমিটির অন্য সদস্যরা হলেন– সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে না আসায় বৈঠক ডাকা হয়নি। সার্চ কমিটি চাইলে নতুন সময়সূচি পরে জানানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন