
রাজশাহীর শপিং মল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ড
রাজশাহীর নিউমার্কেট এলাকায় অভিজাত শপিং মল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরের এই ঘটনায় ২জন আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। মার্কেট সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, মার্কেটটির সপ্তম তলায় অবস্থিত ফুড কোর্টের একটি খাবারের দোকানের কিচেন রুম থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। স্থানীয়রা জানান, ফুট কোর্টের দোকানগুলোর সাথে থাকা কিচেন রুমের অব্যবস্থাপনার কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন এ্যরো স্পুনের স্বত্বাধিকারী। দমকল বাহিনীর ৪ টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, আগামীতে এই মার্কেটের অব্যবস্থাপনার বিষয়ে তদারকি করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন