ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
রাউজানে নারী প্রকল্প কর্মকর্তার উপর হামলাকারী কালা শহীদ গ্রেপ্তার

রাউজানে নারী প্রকল্প কর্মকর্তার উপর হামলাকারী কালা শহীদ গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার উপর হামলাকারীকে ঘটনার ৮ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শহীদ ইসলাম ওরফে কালা শহীদ।

সেই নিজেকে বিএনপি অঙ্গসংগঠনের যুবদল নেতা পরিচয় দেন। গতকাল বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া।রাউজান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাউজান পৌর এলাকা থেকে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। শহীদ ইসলাম রাউজান পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে।

মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার অফিস কক্ষে গিয়ে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা পরবর্তী অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর চালায় শহীদ। উপজেলা প্রশাসনের লোকজন ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে এলে পালিয়ে যান শহীদ।

এ ঘটনায় ওই নারী প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে থানায় এজাহার দিলে মামলা রুজু পরবর্তী তাকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, ‘পিআইও’র উপর হামলার ঘটনায় জড়িত শহীদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন