ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’ এ বিজয়ী ৭ বাংলাদেশী, ১ জন পাচ্ছেন রাশিয়া ভ্রমণের সুযোগ

রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’ এ বিজয়ী ৭ বাংলাদেশী, ১ জন পাচ্ছেন রাশিয়া ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম আয়োজিত গ্লোবাল এটমিক কুইজ ২০২৪ এ বিজয়ী হয়েছেন সাতজন বাংলাদেশী। অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত এই কুইজে প্রায় ১০০ দেশের ২৫,০০০ এর অধিক বিজ্ঞান অনুরাগীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের সাতজনসহ মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে শীর্ষ তিনজনকে রাশিয়া ভ্রমণের সুযোগ করে দেয়া হবে, যাদের মধ্যে একজন বাংলাদেশী। সম্প্রতি গেøাবাল এটমিক কুইজ ওয়েবসাইটে প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়।

১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষ্যে পঞ্চমবারের মতো এই কুইজের আয়োজন করা হয়। গেøাবাল এটমিক কুইজ ২০২৪ এর মূল লক্ষ্য ছিল সহজভাবে নিউক্লিয়ার ফিজিক্সের মূল বিষয়গুলো ব্যাখ্যা করা, প্রাত্যহিক জীবনে পরমাণু প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা, এবং পৃথিবীর সুরক্ষায় নিউক্লিয়ার ফিজিক্সের ভূমিকা সম্পর্কে অবহিত করা।

মোট তেরটি ভাষায় কুইজটি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল ইংরেজি, বাংলা, রুশ, হাঙ্গেরীয়, স্প্যানীয়, পর্তুগীজ, কিরগিজ, কাজাখ, মঙ্গোলীয়, তুর্কী, উজবেক, আরবী, এবং ইন্দোনেশীয়।

বিভিন্ন টপিকের ওপর ২৫টি প্রশ্ন কুইজে অন্তর্ভূক্ত ছিল। পরমাণু প্রযুক্তি ব্যবহার করা হয় এমন মূল পাঁচটি ক্ষেত্রের ওপর প্রশ্ন সাজানো হয়। এসকল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ‘এনার্জী ও পরিবেশ’, ‘পরমাণু বিজ্ঞান’, ‘শিল্প ও পরিবহণ’, ‘স্বাস্থ্য’, এবং ‘খাদ্য ও কৃষি’।

অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী ডিজিটাল সার্টিফিকেট লাভ করেন। অন্যদিকে, বিজয়ীদের প্রদান করা হয় আকর্ষণীয় ‘এটমিক পাজল’।

বৃহৎ জনগোষ্ঠীকে আকৃষ্ট করা এবং পরমাণু প্রযুক্তিকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে বিশ্বজুড়ে রসাটম শিক্ষা অবকাঠামো নেটওয়ার্কে ২৫টি তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে ২ লক্ষ ৮০ হাজারের অধিক মানুষ এই তথ্যকেন্দ্রগুলো ভিজিট এবং এগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন প্রোগ্রামে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন