ডার্ক মোড
Sunday, 02 February 2025
ePaper   
Logo
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মনিরুল ইসলাম রাজিব, টঙ্গী (গাজীপুর)

মুসলিম জাহানের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হচ্ছে। আজ (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদীর তীরে সকাল ৯টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত।

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহম্মেদ।

আখেরি মোনাজাতে অংশ নেওয়ার সুবিধার্থে শনিবার মধ্যরাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শনিবার দুপুরে ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান।

তিনি আরো জানান, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এসময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে জিএমপি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

গতকাল শনিবার দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম ধাপের কার্যক্রম। শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্থানের মাওলানা খোরশেদ আলম। বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা উবায়দুর রহমান।

শনিবার বয়ানে ছিল আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহর ইবাদত, নবী-রাসুলের আদর্শ মেনে দুনিয়াতে দ্বীনের দাওয়াতে কাজ চালিয়ে যাওয়া এবং ঈমান-আমলের সঙ্গে নিজেদেরকে পরিচালিত করার বিষয়ে। আজ আসর নামাজের পর বেশকিছু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিয়েতে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপস্থিত থাকবেন। উভয় পক্ষের সম্মতিতে এটি অনুষ্ঠিত হবে। পাকিস্থানের তাবলিগ মুরব্বি এ বিয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

বিশ্ব ইজতেমায় আগতদের মধ্যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইয়াকুব আলী মৃত্যু বরন করেছে। এ পর্যন্ত চারজন মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত ও অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে জানিয়েছে ইজতেমার আয়োজকরা।

রবিবার ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন মাওলানা ইব্রাহীম দেওলা।

ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের অন্তত দুই হাজার ৫০০ জন বিদেশি মুসল্লি ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন।

২০১৮ সালে তাবলিগের দিল্লির মাওলানা সাদ ও বাংলাদেশের জুবায়ের অনুসারীদের মধ্যে দ্বন্ধ প্রকাশ্যে রূপ নেয়। ২০১৯ সাল থেকে তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভী অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা শুরু করেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করছেন।

২ ফেব্রেুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আর ১৪ থেকে ১৬ ফেব্রæয়ারি মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা করার কথা রয়েছে।

মুসল্লিদের ¯্রােত অব্যাহত রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিদের টঙ্গীমুখী ¯্রােত অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন। রবিবার ভোর রাত হতে আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত এই ¯্রােত অব্যাহত থাকবে।

আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন