যে কারণে নিখোঁজ ছিলেন কমেডিয়ান সুনিল
বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় কমেডিয়ান সুনিল পাল। গত মঙ্গলবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। এরপর সংবামাধ্যমে উঠে আসে, নিখোঁজ হয়েছেন এই অভিনেতা।
এর আগে একটি শো-এর জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন তিনি। মঙ্গলবারেই সুনিলের ফেরার কথা ছিল। কিন্তু খোঁজ না পেয়ে সরাসরি পুলিশের দারস্থ হন অভিনেতার স্ত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, সুনিলকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় মঙ্গলবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় যান এই কৌতুক অভিনেতার স্ত্রী। পুলিশে অভিযোগ দায়ের করার পর কয়েক ঘণ্টা না যেতেই খোঁজ মেলে সুনিলের।
সুনিলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। এদিকে তার স্ত্রী জানান, স্বামীর সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের সঙ্গেও কথা হয়েছে সুনিলের।
কিন্তু কী ঘটেছিল সুনিলের সঙ্গে, কী করে তিনি দিল্লি পৌঁছালেন, কোথায় ফোন হারিয়েছেন, এসবের কিছুই জানা যায়নি এখনও তবে প্রশ্ন উঠছে, অভিনেতাকে কি অপহরণ করা হয়েছিল?
উল্লেখ্য, ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ'- এ নন-ফিকশন কমেডি শোতে নজরে আসেন সুনিল পাল। তিনি তার রসিকতা দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার ভক্ত-অনুরাগীদের সংখ্যা। তবে এই সুনিলকেই দেশের প্রথম সারির কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হতো একসময়।