
যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ ৭ পুলিশ সদস্য
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। এরমধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাবলুর রহমানকে আহত অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ছয় পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অন্যান্য পুলিশ সদস্যরা হলেন— এএসআই মিরাজুল ইসলাম, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়াম (২৩) কে গ্রেপ্তারে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে যান। সেখান থেকে সিয়ামকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর চড়াও হন তারা। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারও ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখে ও আরেক সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সময় হামলার ঘটনা ঘটেছে। সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।