ডার্ক মোড
Thursday, 20 March 2025
ePaper   
Logo
মৎস্যজীবী কার্ডধারী সদস্যদের থেকে টাকা নিয়ে ফেরত দিলেন আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান

মৎস্যজীবী কার্ডধারী সদস্যদের থেকে টাকা নিয়ে ফেরত দিলেন আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা (ভিজিএফ কার্ড) এর চাল বিতরনে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এফ এম রফিকুল ইসলাম সহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে , ওই ইউনিয়নে ৩৩৬ জন মৎস্যজীবী কার্ডধারী আছে। যাদের নিকট থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল, ইউপি সদস্য মোস্তফা ও কাঞ্চন বিশ্বাস এর নির্দেশে গ্রাম পুলিশ মো. হাসান খলিফা ও একই এলাকার বারেক বেপারীর ছেলে কবির হোসেনের মাধ্যমে প্রত্যেক মৎস্যজীবী (ভিজিএফ) কার্ডধারি সদস্য থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের সময়।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল কোন নিয়ম-নীতির তোয়াক্কা করে না। তিনি ৪০ দিনের কর্মসূচির একাধিক প্রকল্পের কাজ না করেই টাকা উঠিয়ে নিয়েছেন।

এদিকে ঘটনাটি জানাজানি হলে সাংবাদিকদের উপস্থিতিতে চেয়ারম্যান এফ এম রফিকুলের নির্দেশে ওই টাকা প্রত্যেক ভিজিএফ কার্ডধারি সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মোস্তফা মোল্লা মুঠোফোনে জানান, আমি টাকা তোলার ব্যাপারে কিছুই জানিনা।

৩ নং দেউলবাড়ি দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম এফএম রফিকুল ইসলাম বাবুল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এবং আমার কোন ইউপি সদস্য কাউকে টাকা তুলতে বলে নাই। একটা ছেলে আমাদের না জানিয়ে টাকা তুলেছিল। পরে ওই টাকা ফেরত দেওয়া হয়েছে।

নাজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, প্রত্যেক মৎস্যজীবী কার্ডধারী সদস্যের জন্য দুই মাসে ৮০ কেজি চাল বরাদ্দ। এই চাল দেওয়ার ব্যপারে কেউ কোন প্রকার টাকা পয়সা নিতে পারবেনা। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন