ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের দেড়'শ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের দেড়'শ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের দেড়'শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা হলরুমে সাংবাদিক, শহরের বিশিষ্টজন ও পৌরসভার কাউন্সিলসহ বিভিন্নস্তরের নাগরিকের উপস্থিতিতে সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান।

তিনি ১শ ৫০ কোটি ৯০ লক্ষ ৭৩ হাজার ৯’শ ২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। পৌর কর্তৃপক্ষ রাজস্ব, উন্নয়ন ও মুলধনী খাতে ব্যয় করে এ অর্থ বছরে ১ কোটি ৭০ হাজার ৭শ ৪০ টাকা উদ্বৃত্ত দেখিয়েছেন।

পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ, পৌরসভা প্রকৌশলী আব্দুল মালেক,দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন ও এম এ হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিক, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন