ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজিজুর রহমানের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার আজিজুর রহমানের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মো. আজিজুর রহমান (৮৫)।গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে স্ট্রোক করে স্থানীয় আর এম ক্লিনিকে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে নব্বইরশি বালুর মাঠে প্রথম জানাজা এবং বেলা সাড়ে ৩ টার দিকে তার গ্রামের বাড়ি নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকিতলা মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সেনাবাহিনীর একজন সুবেদার থেকে অবসর নেন। অবসরের পর নিশানবাড়িয়া ইউনিয়নের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ছিলেন।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় অবসরপ্রাপ্ত সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের একটি চৌকস টিম লেফটেনেন্ট আব্দুল্লাহর নেতৃত্বে 'গার্ড অব অনার' প্রদান শেষে তার গ্রামের বাড়ি হরতকিতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন