
মৌলভীবাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালন
মৌলভীবাজার প্রতিনিধি
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার জেলা প্রশাসনের আয়োজনে,মহিলা বিষযক অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ -মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান,স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান বাধন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তার।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগন সুধী সমাজের ব্যক্তিবর্গ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তরের প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।