
মেলান্দহ বিএনপি নেতার বিরুদ্বে দোকান ভাংচুর-লুটের অভিযোগ দায়ের
শাহ জামাল (মেলান্দহ), জামালপুর
জামালপুরের মেলান্দহ পৌর বিএনপি’র সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি-দোকান ভাংচুর-লুটের অভিযোগ করেছে জনৈক ইয়াছিন ইসলাম (২৮) নামে এক যুবক। ৫ জুলাই দিবাগত রাতে মেলান্দহ থানায় এই অভিযোগ দায়ের করা হয়। ইয়াছিন ইসলাম নয়ানগর গ্রামের সাহেব আলীর ছেলে।
অভিযোগে প্রকাশ, ৫ জুলাই সন্ধ্যায় চাঁদার দাবিতে মনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ৫০/৬০ জনের সংঘবদ্ধ একটি দল শ্যামপুর নয়ানগর বাজারের একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর চালিয়ে ৩০ সহস্রাধিক টাকা লুট করেছে।
হামলার প্রকৃত কারণ জানতে চাইলে বাদি ইয়াছিন ইসলাম জানান-বিরোধীয় স্থানে আমার বাবা সাহেব আলীর চায়ের দোকান ছিল। বিগত সরকারের আমলে আমার বাবা সাহেব আলীকে তাড়িয়ে দিয়ে ছিল। ১৫ দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসে দোকানটি দখলে নেই। এতে মনোয়ার হাওলাদারের লোকজন আমাদের বাধার সৃষ্টির একপর্যায়ে দোকানটি ভেঙ্গে দিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মনোয়ার হোসেন হাওলাদার জানান-আমি কেন অন্যের দোকান ভাংচুর করতে যাব? মূলত: সাহেব আলীর ছেলে ইয়াছিন মাছের হাটি বন্ধ করে দোকান ঘর তোলেছে। তাকে একটু সরিয়ে দোকান তোলার কথা অনেকেই বলেছেন। আমি এটিই জানি। এটাকে পুঁজি করে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিশোধ নিতে একটি মহল কলকাঠি নাড়ছে।
বণিকরা জানিয়েছেন-মাছের হাটির সাথে ড্রেনের পাশে চায়ের দোকানটি কারোর নামে বরাদ্দ না।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-অভিযোগের তদন্ত চলছে। দোকান ভাংচুর হলেও, চাঁদাবাজির বিষয়টি সঠিক না। তাদের মধ্যে অন্য কোন প্রতিহিংসা থাকতে পারে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।