ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
মির্জাগঞ্জে ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ২৫০ পিস ইয়াবা উদ্ধার

মির্জাগঞ্জে ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, ২৫০ পিস ইয়াবা উদ্ধার

 
 
জিয়াউর রহমান( মির্জাগঞ্জ )  
 
 
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ আলতাফ মৃধা (৪৫),তানভির উল ইসলাম (২৫), শাকিল আহম্মেদ(২৪)তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ।
 
গত বুধবার ভোররাত  ৪.৩০ঘটিকার    উপজেলার সুবিদখালী তিন রাস্তা মোড় এলাকায় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প  কমান্ডার  ক্যাপ্টেন রাকিন এম,এ একতিদারের নেতৃত্বে সেনা সদস্যরা ও  মির্জাগঞ্জ  থানার  অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তার আলতাফ মৃধা পুর্ব সুবিদখালী  গ্রামের জিন্নাত মৃধা ছেলে,তানভির উল ইসলাম উওর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলাম ছেলে ও শাকিল আহম্মেদ পূর্ব সুবিদখালী গ্রামের আলতাফ মৃধার ছেলে। 
 
 
 পুলিশের সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালিত হয়। মির্জাগঞ্জ থানাধীন পূর্ব সুবিদখালী আসামি আলতাফ মৃধা এর বসতঘরের মধ্যে হতে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ৭৫০০০/- টাকা, মাদক বিক্রির-২৩৮০ টাকা,মাদক সেবনের জন্য ০৪ টি দিয়াশলাই,মাদক সেবনের ০৫ টি সিরিঞ্জ,০১ কসটেপ,০১ টি কেচি,মাদক সেবনের ফয়েল পেপার টুকরা ৩০ পিচ, প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ ০৪ টি,১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ,০২ নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ মাদক ব্যবসায়ী আলতাফ মৃধা,মাদক ব্যবসায়ী শাকিল আহম্মেদ, মাদক ব্যবসায়ী মোঃ তানভীর উর ইসলামের নিকট হতে উদ্ধার  করা হয়েছে।
 
 এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন