
মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়ায় গিরাই সোনার বাংলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত আলম মিয়া উপজেলার চিথলি পশ্চিমপাড়ার মৃত আবু মিয়ার সন্তান। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্ত আলম ছাত্রীটির গলায় ছুরি ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়।খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত আলমের বিরুদ্ধে আগেও চারিত্রিক অসঙ্গতির অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।