
মাদারীপুরে যুবকের ক্ষতবিক্ষত মরাদেহ উদ্ধার
মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন (প্রেমতলা ব্রিজ) নামক স্থান কামরুল চোকদার,(৩২) নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার কাদির পুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ নামক একটি ব্রিজ সংলগ্ন স্থানে রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা।
এরপর পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহত কামরুল চোকদার শরীয়তপুর জেলার জাজিরা থানার বি.কে নগর, ইউনিয়নের ,সরদার কান্দি গ্রেমের দাদন চোকদারের ছেলে।
হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ-পাসের গ্রামের মেহেদি সরদার লোকজন নিয়ে নির্মমভাবে কুপিয়ে কামরুলকে হত্যা করেছে। নিহতর আত্মীয় স্বজনের দাবী অতিদ্রুত হত্যাকারীর আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানাই ।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রতন শেখ সাংবাদিকদের বলেন ঘটনাটি গুরুত্বের সহকারে তদন্ত করা হচ্ছে, কে বা কারা এ হত্যাকাণ্ডের মত ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে আমরা কাজ করছি, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।,এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়ের করলে আমরা তার গ্রহণ করবো, আমরা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবো, অপমৃত্যু মামলা হয়েছে পুলিশ পক্ষ থেকে।
।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন