ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
মাদারীপুরে বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীরা

মাদারীপুরে বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে মানবাধিকার কর্মীরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় দেশব্যাপী চলমান পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের সঙ্গে মিলে বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর উপজেলা শাখার সদস্যরা।
বুধবার (১৪ আগস্ট) উপজেলার বিভিন্ন হাটবাজার, রাস্তায়ঘাটে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শিবচর উপজেলার মাদবচরের বেইলী ব্রিজ বাজার, পাঁচ্চর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করেন মানবাধিকার কর্মীরা।

এছাড়াও দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছেন সদস্যরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন স্থাপনা পরিস্কার করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, আসফ'র কেন্দ্রীয় কমিটির পরিচালক (শিক্ষা ও প্রশিক্ষণ) আবুল খায়ের খান, আসফ'র শিবচর উপজেলা শাখার সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক বাদশা মুন্সি, মাদবরের চর ইউপি শাখার সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, সাংবাদিক রুবেল মোড়লসহ শতাধিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন