
মহিপুরে পাঁচ কিলোমিটার কাঁচা সড়কে হাঁটুসমান জলাবদ্ধতা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
সৌমিত্র সুমন,পায়রা বন্দর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে মুসুল্লিয়াবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক বর্ষা এলেই পরিণত হয় চরম দুর্ভোগে। সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে রাস্তাটি হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ, যার ফলে চলাচল হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।
মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান—মুসুল্লিয়াবা দ একে মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কয়েক হাজার স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র মাধ্যম। শুষ্ক মৌসুমে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চললেও বর্ষাকালে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর এত বছর পেরিয়ে গেলেও সড়কটি এখনো পাকা হয়নি। বারবার জনপ্রতিনিধিদের জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ রোগী, শিশু ও বৃদ্ধদের জন্য এটি যেন এক বিষম যন্ত্রণা।
অপরদিকে, কৃষকরাও চরম বিপাকে। এই রাস্তাটিই মহিপুর-আলিপুর বাজারে ফসল নিয়ে যাওয়ার একমাত্র পথ। ফলে বর্ষায় ফসল পরিবহন দেরি হয়, বেড়ে যায় খরচও।
এই সড়কটির গুরুত্ব শুধু স্থানীয় জনগণের জন্যই নয়, বরং কুয়াকাটার পর্যটকদের জন্যও। এই পথ দিয়েই পর্যটকরা রাখাইন তাঁতপল্লী, রাখাইন জাদুঘর ও গঙ্গামতি সৈকতে সূর্যোদয় দেখতে যান। ফলে পর্যটনশিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান বলেন, “স্বাধীনতার পর থেকে রাস্তাটি একইভাবে পড়ে আছে। জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবেই এখনো এটি পাকা হয়নি। বারবার বলেও সুফল মেলেনি। দ্রুত এই রাস্তাটি পাকা করা দরকার।”
এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান বলেন, “অনেক গুরুত্বপূর্ণ সড়ক এখনো কাঁচা রয়েছে। বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়ক পাকা করা হবে।”
স্থানীয়দের দাবি, কুয়াকাটার সার্বিক উন্নয়ন ও পর্যটনখাতকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকা করা সময়ের দাবি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন